নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঝটিকা মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী-নোয়াখালী মহাসড়কের ডালিয়া মার্কেটের পশ্চিম পাশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন পোস্টার ও লাঠিসোটা হাতে নিয়ে উশৃঙ্খলভাবে মিছিলের চেষ্টা করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটক ব্যক্তিরা হলেন– নুর নবী রাজু (৩১), আব্দুল আহাদ (১৮), শ্রাবণ (১৯), জাহিদুল হাসান মৃদুল (১৯) ও মো. আরমান (১৯)। তাদের কাছ থেকে দুটি পোস্টার ও তিনটি লাঠিসোটা জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন এলাকা থেকে হাসান সড়ক পর্যন্ত ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছিলেন।
ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।