ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতীয় ছয় কোম্পানিসহ বিশ্বের ২০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে ইরানি পণ্যের কেনাবেচা ও বিপণনে অংশ নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বিধিনিষেধ লঙ্ঘন হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে কোনো ব্যবসায়িক লেনদেন করতে পারবে না। এসব কোম্পানির ৫০ শতাংশ বা তার বেশি মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানগুলোও নিষিদ্ধ বিবেচিত হবে।
ভারতের যেসব প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো- অ্যালকেমিক্যাল সলিউশনস, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাই কেম, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম ও কাঞ্চন পলিমার্স।
এর মধ্যে অ্যালকেমিক্যাল সলিউশনস ২০২৪ সালে ৮ কোটি ৪০ লাখ ডলারের বেশি মূল্যের ইরানি পণ্য আমদানির সঙ্গে জড়িত ছিল। গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস একই সময়ে ৫ কোটি ১০ লাখ ডলারের বেশি মিথানল কিনেছে। জুপিটার ডাই কেম, রমনিকলাল এস গোসালিয়া ও পার্সিসটেন্ট পেট্রোকেমের বিরুদ্ধেও টলুইন ও মিথানলসহ কোটি কোটি ডলারের লেনদেনের অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, এই পদক্ষেপ তাদের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ কৌশলের অংশ, যার লক্ষ্য ইরানের ছায়া নৌবহর ও মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানগুলোকে দমন করা, যারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানি জ্বালানি পণ্য বাজারজাত করছে।