বাবরকে কটূক্তির প্রতিবাদ নেত্রকোনায়

টাইমস ন্যাশনাল
2 Min Read
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন। ছবি: টাইমস

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে পদযাত্রায় এনসিপির মুখ্য সংঘটক নাসির উদ্দীন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বড় বাজার শাহী জামে মসজিদের সামনের সড়কে নেত্রকোনার সচেতন আলেম ও ছাত্র-জনতা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সম্প্রতি, জেলায় এক পদযাত্রায় দশ ট্রাক অস্ত্রের বিষয়ে বাবরকে জড়িয়ে বক্তব্য দেন এনসিপির এই নেতা।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের ১ নং সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু।

মানববন্ধনে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান, জেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মিসবাহ্ উদ্দিন তালুকদার মাসুদ, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ, খেলাফত মজলিস নেতা মুফতি আব্দুল্লাহ, খেলাফত আন্দোলন নেতা মাওলানা জাকির হোসেন, ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন, মাওলানা আবরার ফাহাদ, মাওলানা মোতালিব খান, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এনসিপির নেতারা সারা দেশে পদযাত্রার নামে জেলায় জেলায় গিয়ে জনগণের স্বতস্ফুর্ত সমর্থন না পেয়ে সেই জেলার জনপ্রিয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অবমাননাকর কটূক্তি করে তাদের হেয় করার চেষ্টা করছেন।

তারা অবিলম্বে নাসির উদ্দীন পাটোয়ারীকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ‘তার এ বক্তব্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং নির্বাচনকে বানচাল কারার ষড়যন্ত্র।’

নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়াসহ তাকে দল ধেকে বহিষ্কার করার দাবি জানান তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান নেতারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *