মাইলস্টোন ট্র্যাজেডি : এবার চলে গেল শিশু মাকিন, মোট মৃত্যু ৩৩

টাইমস রিপোর্ট
1 Min Read
মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে উত্তরার আধুনিক হাসপাতালে। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১টা ৫ মিনিটে ১৩ বছর বয়সী মাকিন মারা যায়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘নিহত মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।’

ওই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ১০ বছর বয়সী আইমান এদিন সকাল ৯টা ৩২ মিনিটে মারা যায়। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শিক্ষার্থী মাকিনের মৃত্যুর খবর এলো।

২১ জুলাই দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

মর্মান্তিক এই ঘটনার পর মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু।

বর্তমানে দগ্ধ ও আহত ৫০ জন বিভিন্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *