১৪ মাস পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিরেছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। হোম অফ ক্রিকেটে দীর্ঘদিন পর বাংলাদেশের ম্যাচ দেখতে ভিড় জমান দর্শক-সমর্থকেরা। পুরো ভরা গ্যালারি নিয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। জয় দেখার দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া নির্দেশনা অনুয়ায়ী বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন দর্শকরা। কিন্তু এক ম্যাচ পরেই সেই সিদ্ধান্ত বাতিল করে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি।
সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের আগামী ২২ এবং ২৪শে জুলাই অনুষ্ঠিতব্য ২য় ও ৩য় টি-টোয়েন্টি খেলা দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ।
এবিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে।’
সিরিজ শুরুর আগে অবশ্য বিসিবি থেকে জানানো হয় পানীয় ও খাবার নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। যদিও পানির বোতল নিয়ে ঢোকার সময়, ক্যাপ খুলে রেখে দিয়েছেন নিরাপত্তাকর্মীরা। রবিবার একাধিক নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দর্শকদের খাবার নিয়ে প্রবেশের অনুমতির ব্যাপারে তারা কিছুই জানতেন না। এজন্য অনেক দর্শককে ভোগান্তির মধ্যে দিয়েও যেতে হয়েছে, মাঠে খাবার নিয়ে ঢুকতে গিয়ে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েছেন তারা।