‘নির্বাচন ব্যাহত করার নীল নকশায়’ গোপালগঞ্জে সহিংসতা: বিএনপি

টাইমস ন্যাশনাল
1 Min Read
গোপালগঞ্জ শহর জুড়ে এখনো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন। ছবি: অনিক রহমান/টাইমস

গোপালগঞ্জের সহিংসতাকে ‘গণতন্ত্র ব্যাহত করার নীল নকশা’ বলে মনে করছে বিএনপি।

বুধবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভায় এ নিয়ে আলোচনায় গোপালগঞ্জ পরিস্থিতি উঠে আসে বলে দলীয় বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ‘আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায়’ চার জন নিহত হওয়ায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। এই ঘটনাকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যহত করার নীল নকশা’ বলে মনে করে দলটি।

‘গোপালগঞ্জে শান্তিপূর্ণ’ এনসিপির সমাবেশে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ছবি: অনিক রহমান/টাইমস

বিবৃতিতে আরো বলা হয়, ‘জাতীয় সংসদ নির্বাচনকে ব্যহত করার’ জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মবোক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।

এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিবৃতিতে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *