জাতীয় নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত, রাষ্ট্র সংস্কার, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিয়ে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির মো. নুরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
জাতীয় সংস্কারের পরে জাতীয় নির্বাচন আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির নির্বাচন চায়। একমাত্র এই পদ্ধতিতেই ভারসাম্যপূর্ণ সংসদ গঠন করা সম্ভব।’
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দল জুলাই আগস্টে শহীদ পরিবারের পাশে থাকার মৌলিক দ্বায়িত্ব পালন করছে না অথচ তারা এই জুলাই আগস্টের ফল ভোগ করছে। তাদেরকে বলি কারা চাঁদাবাজ টেন্ডারের বাংলাদেশ চায় তা বাংলাদেশের সাধারণ জনগণ বুঝে গিয়েছে।’
জুলাই আগস্টে যারা শহীদ ও আহত হয়েছেন তাদেরকে ‘জাতীয় সম্পদ’ উল্লেখ করে বুলবুল অন্তর্বর্তী সরকারকে তাদেরকে ভাতা ও সম্মাননা দিতে অনুরোধ করেন।
আলচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, ‘যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা তাদের প্রথমেই ভূলে গিয়েছি। সরকার সামর্থ্য থাকা সত্ত্বেও বিশৃঙ্খলা ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার অভাবে শহীদদের যথাযথ মর্যাদা দেননি। সরকারকে শহীদ পরিবারের কাছে আসতেই হবে।’
ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে জুলাই যোদ্ধাদের ভাতা দিতে হবে বলেও দাবি করেন এই নেতা। নির্বাচন প্রসঙ্গে দেশের দুঃসময়ে পাশে দাঁড়ানো রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও তোলেন এই জামায়াত নেতা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জুলাই-আগস্টে শহীদের পরিবার সদস্য ও আহত ব্যক্তিবর্গসহ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।