বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি: এআই/টাইমস

বান্দরবানের রাংলাই হেডম্যানপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার চিম্বুক সড়কের রাংলাই হেডম্যানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তুমলে ম্রো (১৭), তার মা উরকান ম্রো (৭১) এবং মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৬)।

স্থানীয় হেডম্যান রাংলাই ম্রো জানান, ‘রাতে পাড়াসংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। পরে সেই আগুন ঘরের সঞ্চালন লাইনে ছড়িয়ে পড়লে, তা নিভাতে গিয়ে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন ধরেই ওই ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটির কথা বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছিল। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

এ বিষয়ে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্তের জন্য প্রকৌশলীদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

এছাড়া ঘটনাস্থলে পুলিশও রওনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *