গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ এই উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে, এ যেন এক মৃত্যুপুরী।।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। নিহত হয়েছেন বহু সাংবাদিক, চিকিৎসক, ত্রাণকর্মী ও মানবাধিকার কর্মীও।
সবশেষ রোববার ভোর থেকে ইসরায়েলি হামলায় আরও অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির একটি ব্যস্ত বাজারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হন। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হতাহতদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
এছাড়া, নুসেইরাত শরণার্থী শিবিরে খাবার ও পানি সংগ্রহে অপেক্ষমাণ মানুষের ওপর চালানো হয় মিসাইল হামলা। এতে অন্তত ১০ জন নিহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
হামাস সদস্যদের লক্ষ্য করে ছোড়া একটি মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে ঐ স্থানে আঘাত হানে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এদিকে, টানা অবরোধ ও হামলার ফলে গাজায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। হাসপাতাল, যানবাহন ও জরুরি সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় জরুরি জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে জাতিসংঘ।