সব জল্পনা-কল্পনার ইতি টেনে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আপাতত বহাল থাকছেন হাভিয়ের ক্যাবরেরা। আজ (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির বৈঠক শেষে এমনটাই জানানো হয়েছে।
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ২-১ গোলে হারের পর থেকে প্রশ্ন উঠেছিল কোচ ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল জানিয়েছিলেন, কমিটি সিদ্ধান্ত নেবে ক্যাবরেরার বিষয়ে।
আজকের সেই বহু প্রতীক্ষিত বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন বাফুফের শীর্ষ কর্মকর্তারা—তবে ক্যাবরেরা ছিলেন না। বর্তমানে তিনি ছুটিতে আছেন নিজ দেশ স্পেনে। এর আগে এক সংক্ষিপ্ত সফরে প্রবাসীদের ট্রায়াল দেখতে ঢাকায় এলেও সে সময়েও তাঁর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ ও কয়েকজন সিনিয়র কর্মকর্তার বৈঠক হয়েছিল।
তখনই মূলত পরিষ্কার হয়ে গিয়েছিল, হঠাৎ করে ক্যাবরেরাকে সরিয়ে দেওয়ার পথে হাঁটবে না বাফুফে। সিঙ্গাপুর ম্যাচে তিনজন প্রবাসী খেলোয়াড়কে একসঙ্গে একাদশে রাখার বিষয়টি নিয়েও তিনি বলেছিলেন, “ওটা ছিল প্রথমবার একসঙ্গে খেলা, সময় লাগবে।”
আজকের সভা শেষে সিদ্ধান্ত জানানো হয়, আসন্ন নেপাল সিরিজেও ক্যাবরেরাই কোচের দায়িত্বে থাকবেন। সিঙ্গাপুর ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, এবং সেই ব্যাখ্যায় বাফুফে সন্তুষ্ট বলেই তাঁকে আরও সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে নেপালের বিপক্ষে ম্যাচগুলোই হতে যাচ্ছে ক্যাবরেরার জন্য অগ্নিপরীক্ষা।
জাতীয় দল কমিটি মনে করছে, নেপালের বিপক্ষে সিরিজই হতে পারে ক্যাবরেরার জন্য আরেকটি ‘প্রমাণের মঞ্চ’। এখানেই হয়তো নির্ধারিত হবে তাঁর দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ।