শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ৪ তরুণের মৃত্যু

টাইমস রিপোর্ট
1 Min Read
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল। ছবি: ইউএনবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি জানান, কাজ করার সময় হঠাৎ বিষক্রিয়ার শিকার হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- হরিণছড়া চা বাগানের রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। আহত রবি বুনার্জী (২০)-কে মৌলভীবাজারে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, ‘সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন, যাকে সিলেটে পাঠানো হয়েছে। সাধারণত সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে এমন দুর্ঘটনা ঘটে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *