বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আমাদের রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে একটি আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব বাংলাদেশ আয়োজিত এক মিউজিক ভিডিওর উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘আসছে তারেক ভাই’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও উন্মোচন করা হয়।
শিমুল বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতির মেলবন্ধনে আমরা এক নতুন নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। জাতির শক্তি হলো তার মেধাবী জনগণ, যারা পর্দার আড়ালে কিংবা সম্মুখসারি থেকে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন।‘
ফি্রডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব বাংলাদেশের (এফএএসডব্লিউ্রওবি) সভাপতি মুহিন খান বলেছেন, শিল্পীরা প্রথমে দেশকে ভালোবাসে তারপর কোনো দলকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময় চ্যানেলভিত্তিক সবাইকে ট্যাগ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ‘শিল্পীরা কোন দলের না। আমরা ১৬ বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আর নির্যাতনের শিকার হতে চাই না। শিল্পীদের মধ্যে কোনো বিভাজন চাই না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সালাহউদ্দিন খান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া, কণ্ঠশিল্পী, ব্যান্ড ডিফারেন্ট টাচ-এর মেজবা রহমান, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।