ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২০৪ জন

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৪ জন। তবে এই সময়ে আক্রান্তদের কারো মৃত্যু হয়নি। নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৬০ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশাল বিভাগের। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫৭ জন, ঢাকা বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে নয়জন এবং রাজশাহী বিভাগে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৭৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২৮ জন।

গতবছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৫৭৫ জনের। এ বছরেও ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনক, প্রতিদিনই বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *