শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, আজও কিছু সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস বলছে, শুক্রবার সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টা ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাতাসের গতিবেগ সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের আশঙ্কা নেই এবং তাপমাত্রার তেমন পরিবর্তনও হবে না।
এদিকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জুলাই মাসের জন্য মাসিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুলাই মাসে ৫ থেকে ৬ দিন দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া মাসজুড়ে এক থেকে দুই দফা বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।
মাসের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টির কারণে দেশের বড় নদনদীর পানিপ্রবাহ বাড়তে পারে, তবে দ্বিতীয়ার্ধে এ প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।