
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকে দ্বিতীয় দিনে রোববারও চলছে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি।
আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ধর্মঘটের দ্বিতীয় দিনেও দেশের সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া বন্ধ হয়ে যায় আয়কর, কাস্টমস ও ভ্যাট কার্যক্রম। আন্দোলনকারীরা চেয়ারম্যানের অপসারণ, ‘দমনমূলক বদলি আদেশ’বাতিল এবং সংস্কার কমিটিতে তাদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন।
ইতোমধ্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, অচলাবস্থায় প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকার বাণিজ্য ক্ষতি হচ্ছে। আমদানি-রপ্তানি ব্যাহত হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে ছোট ও মাঝারি কারখানা বন্ধ হওয়ার।
ব্যবসায়ী নেতারা দ্রুত সমাধানের তাগিদ দিয়ে বলেছেন, আন্দোলনকারীদের কোনো শর্ত ছাড়া কাজে যোগ দিতে এবং সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়কে আলোচনায় এগিয়ে আসতে হবে।
গতমাস থেকে অধ্যাদেশ সংস্কারের দাবিতে শুরু হয় এনবিআর-এর আন্দোলন, যা এখন এক দফায় গড়িয়েছে।