চুক্তি চাইলে ‘অসন্মানজনক’ ভাষা বন্ধ করুন: ট্রাম্পকে ইরান

1 Min Read
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান, তবে তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি ‘অসম্মানজনক ও অগ্রহণযোগ্য’ ভাষা ব্যবহার বন্ধ করতে হবে—এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, শুক্রবার সমাজ মাধ্যম এক্স-এ  দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিক হন, তাহলে খামেনির মতো একজন নেতা, যিনি কোটি কোটি মানুষের হৃদয়ের প্রতিনিধি, তার প্রতি অসম্মান বন্ধ করা উচিত।’

এর আগে ট্রাম্প খামেনিকে ‘সত্য বলার’ আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের অবস্থা খুব খারাপ হয়েছে, তবে ইসরায়েলও মার খেয়েছে।’ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তেহরান থেকে এ হুঁশিয়ারি এলো।

এর পটভূমিতে রয়েছে সদ্য সমাপ্ত  ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধ, যা মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে। সিরিয়া ও লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইরান ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, এর জবাবে ইসরায়েলও তেহরানের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা করে।

এই সংঘাতকে ইরান ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিজয়’ বলে দাবি করে, যদিও উভয় পক্ষই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়ে।

এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত দিলেও, ব্যক্তিগত কটূক্তি আলোচনার পথ আরও কঠিন করে তুলছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *