বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। চলতি বছরের ফেব্রুয়ারির পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডেতে ফিরছে লংকানরা। আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট।।
টেস্ট দল থেকে আছেন পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে ও আসিথা ফার্নান্দো। চারিথ আসালাঙ্কার নেতৃত্বে ঘোষিত এই দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার। সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ, লাহিরু কুমারা, মাথিশা পাথিরানা ও নুয়ানিন্দু ফার্নান্দো। ওয়ানডে দলে ফিরেছেন সাদিরা সামারাভিক্রমা ও প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন মিলান রথনায়েকে। এছাড়া আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানার মতো সাদা বলের নিয়মিত ক্রিকেটাররা।
আগামী ২ ও ৫ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। পাল্লেকেলেতে সর্বশেষ ওয়ানডে ৮ জুলাই।
শ্রীলংকা ওয়ানডে স্কোয়াডঃ চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাভিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রে ভ্যান্ডারসে, মিলান রথনায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।