কামাল মজুমদার অসুস্থ, জেলহাজত থেকে হাসপাতালে

টাইমস রিপোর্ট
1 Min Read
সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার। ফাইল ফটো, ফেসবুক পেজ

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আওয়ামী লীগের সাবেক শিল্প প্রতিমন্ত্রী মো. কামাল আহমেদ মজুমদার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

কারা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারে তিনি অসুস্থবোধ করলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।  রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন।

তবে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কার্ডিওলজি সিসিইউ ইউনিটে কোনো সিট খালি না থাকায় তাকে রাত সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল  থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কারারক্ষী বাহক বিল্লাল। তিনি জানান, সাবেক প্রতিমন্ত্রী হঠাৎ বুকের ব্যথা ও শ্বাসকষ্টে ভোগায় কারা চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

শিল্প মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জুলাই অভ্যুত্থানের একটি হত্যা মামলায়  কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাতে কর্তৃপক্ষ পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *