কলম্বোতে অভিষেক টেস্টের ক্যাপটা সোনাল দিনুশা পেয়েছেন কুশাল মেন্ডিসের হাত থেকে। সেই মেন্ডিসের হাতের ছোঁয়াতেই প্রথম টেস্ট উইকেটটা পেলেন এই বাঁহাতি স্পিনার। তার অফ স্টাম্প লাইনের বাইরে করা লেংথ বলে ব্যাকফুটে কাট করতে গিয়ে উইকেটের পেছনে কুশালের হাতে ক্যাচ দেন লিটন দাস। দুইবারের চেষ্টায় সামনে ঝাপিয়ে বল ধরেন কুশাল। অথচ এক ওভার আগেই প্রবাথ জয়সূরিয়াকে স্লগ সুইপ করে ক্যাচ তুলেও জীবন পেয়েছেন এই ডানহাতি। চা-বিরতির এক ওভার আগে লিটন বিদায় নেন পঞ্চম ব্যাটার হিসেবে। দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ৪৯ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ১৪৪/৫।
লাঞ্চ ব্রেকের পর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ৬ ওভার হয়েছে কলম্বো টেস্টে। এই ৬ ওভারের মধ্যেই আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম। দুজনের ৩১ রানের জুটি ভাঙে বিশ্ব ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। আগের টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা শান্ত এই টেস্টের প্রথম ইনিংসে ফিরেছেন ৮ রানে। সব্যসাচী স্পিনার থারিন্দু রথনায়েকের বলে ফ্ল্যাশি ড্রাইভ করে ক্যাচ দিয়েছেন স্লিপে। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করা এই বাঁহাতি ওপেনার আজ করেছেন ৪৬।
এরপর টানা বর্ষনে ভেজা আউটফিল্ডের জন্য প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে খেলা। মাঠ প্রস্তুতের পর আবার খেলা শুরু হলে ৬৭ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস। অবশ্য এই জুটির বড় হওয়ার সম্ভাবনা থাকলেও ৬৫ বলে ৩৪ রান করা লিটনের বিদায়ে মাঠে আসতে হয়ে মেহেদী হাসান মিরাজকে। চা বিরতির পর শেষ স্বীকৃত ব্যাটার জুটি হিসেবে মাঠে নেমেছেন দুজন।
এর আগে দিনের শুরুতে ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি ওপেনার এনামুল হক বিজয়। বোল্ড হয়েছেন আসিথা ফার্নান্দোর দারুণ এক ইনসুইংগারে। উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৯ বলে ২১ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে স্লিপে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটার।