সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
2 Min Read
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ফাইল ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোবাবার সন্ধ্যায় উত্তরায় তাকে জনগণ আটক করে, পরে তাকে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘুরানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ যাওয়ার আগেই উত্তেজিত জনতা জুতার মালা গলায় পরিয়ে রাস্তায় ঘুরায়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সাবেক সিইসিকে নিরাপত্তার জন্য হেফাজতে নিয়েছি, তবে মামলা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরে রাতে নুরুল হুদাকে উত্তরা পশ্চিম থানা থেকে  মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, রোববার সকালে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার-কাজী রকিব

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ছবি: সংগৃহীত

উদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় তাদের সঙ্গে আরও ১৬ জন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

এদিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মামলার সময় তার সঙ্গে বিএনপির আরও তিন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে তিনটি আলোচিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর একটি চিঠিও দেয় দলটি।

বিএনপি জানায়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল বিতর্কিত ও ভোটারবিহীন। এসব নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিতে হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *