অনিশ্চয়তার গল টেস্টে জয়ের স্বপ্ন বাংলাদেশের

টাইমস স্পোর্টস
2 Min Read
৪৯ রানের জুটিতে দলকে বড় লিড এনে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন শান্ত ও মুশফিক। ছবি: বিসিবি

চতুর্থ দিন শেষে এমন এক মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ-শ্রীলংকার গল টেস্ট, যেখানে জয়, পরাজয় কিংবা ড্র; তিন ফলাফলই সম্ভব। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দিন শেষ করেছে ১৮৭ রানে এগিয়ে থেকে। লক্ষ্য আগামীকাল পঞ্চম ও শেষ দিনে যতটা বেশি সম্ভব লক্ষ্য শ্রীলংকাকে দেয়া। এদিকে চতুর্থ দিন থেকেই টার্ন পেতে শুরু করেছেন স্পিনাররা। রান তোলার কাজটা যে খুব সহজ হবে না, সেটা অনুমান করা যায়। অবশ্য পাঁচ উইকেট নিয়ে শ্রীলংকাকে লিড নিতে না দেয়া নাঈম হাসান বলছেন, জয়ের জন্যই তারা মাঠ নামবেন শেষ দিন।

চতুর্থ দিন ৩০ রান পিছিয়ে থেকে লাঞ্চ ব্রেকে গিয়েছিল শ্রীলংকা। সুবিধাজনক অবস্থানে থেকেও টপকাতে পারেনি বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৯৫ রানের সংগ্রহ। শেষ চার উইকেটের তিনটিই নিয়েছেন অফ স্পিনার নাঈম। সব মিলিয়ে ম্যাচে তার পাঁচ উইকেট, দেশের বাইরে যে অভিজ্ঞতা তার প্রথম। 

মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্ত আগামীকাল শুরু করবেন দ্বিতীয় ইনিংসের ব্যাটিং। তাদের সামনে চ্যালেঞ্জ একটাই, লংকান স্পিনারদের সামলে যত বেশি রান তোলা যায়। অন্তত ড্রয়ের জন্য খেললেও তিন শতাধিক রানের সংগ্রহ বাংলাদেশের চাই। কারণ ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনতে চাইলে শ্রীলংকাকে এক থেকে দেড় সেশন কমপক্ষে ব্যাট করতে দিতে হবে। 

সংবাদ সম্মেলনে নাঈম জানালেন তারাও বিশ্বাস করেন এই ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসা সম্ভব, ‘হ্যাঁ, অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা টোটাল করি এবং এরপর যদি ছাড়ি… ইনশাআল্লাহ, পঞ্চম দিনের উইকেটে অনেক কিছু হয়। জেতার সুযোগ আছে।’

যদিও সংবাদ সম্মেলনে এর আগে দলের পরিকল্পনা নিয়ে খোলাখুলি কিছু বলতে চাননি নাঈম। অপেক্ষায় রাখলেন শেষ দিনের খেলা দেখার জন্য, ‘আসলে এটা কালকে দেখতে পারবেন। গেম নিয়ে আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যানটা ইনশাআল্লাহ কাল মাঠে দেখবেন।’ 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *