কালো টাকা সাদা: সরকারের সমালোচনা করলেন ফরহাদ মজহার

টাইমস রিপোর্ট
1 Min Read
‘বাজেট সংলাপ ২০২৫’ অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন ফরহাদ মজহার। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকার পূর্বের ধারাবাহিকতায় কালো টাকা সাদা করার ধারাবাহিক অব্যাহত রেখেছে। যার সমালোচনা করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

বৃহস্পতিবার ‘বাজেট সংলাপ ২০২৫’ অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।

প্রেসক্লাবের আকরাম খাঁ হলে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড পিস স্টাডিজ।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার কালো টাকা সাদা করার প্রক্রিয়া অব্যাহত রাখার সমালোচনা করে বলেন, ‘এ বাজেটে কালো টাকা সাদা করার বৈধতা দেওয়া হয়েছে। এর কোনো যুক্তি নেই। কালো টাকা সাদা করার বৈধতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।’

সুদ ও আমলাতন্ত্র পোষাতেই বাজেটের ৩৫ শতাংশ চলে যাচ্ছে। এমন তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘বাজেটে লুটপাটতন্ত্রের বৈধতা দেওয়া হয়েছে। সরকার স্ট্রাকচারাল লন্ডারিংকেও বৈধতা দিয়েছে এর মাধ্যমে।

অন্তর্বর্তী সরকারকে স্ট্রাকচারাল লন্ডারিং বন্ধের আহ্বান জানান তিনি।

বাজেটের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এই বাজেট থেকে অনেক কিছু আশা করা ঠিক হবে না। এটি হওয়া উচিত ছিল দিকনির্দেশনামূলক বাজেট।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলামসহ আরও অনেকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *