আবার এসেছে আষাঢ়

টাইমস রিপোর্ট
1 Min Read
‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।’ ...রাজধানীর হাতিরঝিল থেকে তোলা কদমফুলের গুচ্ছ। ছবি: বায়েজীদ আকতার/টাইমস

সকাল থেকেই আকাশ অংশত মেঘলা। বৃষ্টি ঝরিয়ে আগমনী জানান না দিলেও এদিন পহেলা আষাঢ়। ইটকাঠের পাষাণপুরীতেও প্রকৃতিপ্রেমীরা ঠিকই জেনেছেন তার পদচারণা।

ররি ঠাকুরের ভাষায়, ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,/ আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।’

অঞ্জন দত্তের গিটারের সুরে, ‘আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি,/আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি।’…

সপ্তাহ খানেক আগে থেকেই বিচ্ছিন্নভাবে আঝরে হয়েছে বর্ষণ। নদীর কিনারের শহর ঢাকার কিছু অংশ ডুবেছে জলকাদায়। তাই ১০ দিনের ছুটির জড়তা কাটিয়ে কর্মমুখর হয়ে ওঠার দিনটিতে অনেক অফিসমুখী সঙ্গে রেখেছেন ছাতা।

প্রথম আষাঢ়ের প্রভাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের বকুলতলায় ও বাংলা একাডেমির নজরুল মঞ্চে শুরু হলো ‘বর্ষা উৎসব ১৪৩২’।

রোববার ভোর সাড়ে ৭টায় চারুকলা অনুষদের বকুলতলায় সেতারের সুরে সূচনা হয় উৎসবের। বর্ষা উদযাপন পরিষদের উদ্যোগে এতে পরিবেশিত হয় নজরুলগীতি, আধুনিক গান, আবৃত্তি ও সম্মিলিত নৃত্য।

বাংলা একাডেমির নজরুল মঞ্চে সকাল ৭টায় শুরু হয় উদীচী আয়োজিত ‘বর্ষা উৎসব’ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘মেঘ মল্লারের’ গান গেয়ে উদীচী ঢাকা মহানগরের দুই শিক্ষার্থী উদ্বোধন করেন এ আয়োজন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *