মাগুরায় দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার বিকাল ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পৌর এলাকার আবালপুর পেট্রোল পাম্পসংলগ্ন হাওড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মাগুরার হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২৩), বরইচারা গ্রামের প্রতাসের ছেলে জয় (২৪) এবং কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে সাজিম (২৩)। নিহতরা সবাই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, এ ঘটনায় মাগুরা থানায় মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে বলেও নিশ্চিত করেন তিনি।