৩ আগস্ট ঢাকায় এনসিপির মহাসমাবেশ, সংস্কার-বিচার দাবি

টাইমস ন্যাশনাল
3 Min Read
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির সমাবেশে। ছবি: টাইমস
Highlights
  • ’জুলাই সনদের জন্য দ্রুততম সময়ের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা জুলাই পদযাত্রায় নেমেছি। কিন্তু আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি।’

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। একই সঙ্গে ৩ আগস্ট ঢাকায় এনসিপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও পুর্নব্যক্ত করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে। আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা ৫ আগস্টের মধ্যে। জুলাই সনদের জন্য দ্রুততম সময়ের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা জুলাই পদযাত্রায় নেমেছি। কিন্তু আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি।’

সোমবার বিকালে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে ময়মনসিংহের টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘ময়মনসিংহবাসী যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা সেই দেশ অচিরেই নির্মাণ করতে পারব। দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্য সমাধান করুন, দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। ভয় পাবেন না কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারকে।’

দুঃখজনক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে এ কাজে যুক্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে শুরু করব, যোগ করেন তিনি।

আগামীর আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনসহ দুদক ও পিএসসির নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবাধিনিক কমিটি করতে হবে। নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি।’

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা আগে সংস্কার ও গণহত্যার বিচার চাই। তারপর নির্বাচন দিতে হবে। বিচার ও সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আপনারা চান চাঁদাবাজি। এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না। আমাদের লাখ লাখ নেতাকর্মীর দরকার নেই। এনসিপি চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না। দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হন, দল তাদের বিরুদ্ধেও মাঠে নামবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সদস্য সচিব আক্তার হোসেন, শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল, যুগ্ম সদস্য সচিব ও ময়মনসিংহ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন, কেন্দ্রীয় নেতা আবুল বাসার প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *