মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘২২ জুলাইয়ের পরীক্ষা যেদিন সকালে হবে, একইদিনে বিকেলে ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে। তবে, এই দুই দিনের পরীক্ষাগুলো কত তারিখ হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
এ বিষয়ক পরবর্তী সিদ্ধান্ত, বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে এ পর্যন্ত ৩২ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। ওই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালিত হয়।