সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। সিলেটের দর্শকদের জন্য থাকছে মাঠে বসে এই সিরিজ উপভোগ করার সুযোগ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন এই সিরিজের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা।
সিলেট স্টেডিয়ামের গ্রিন হিল এরিয়ার টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। একই মূল্যে পাওয়া যাবে শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট। শহীদ আবু সাইড স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে ২৫০ টাকায়। ক্লাব হাউজের এ ওয়ান ব্লক থেকে ই-ওয়ান ব্লক পর্যন্ত টিকিট কেনা যাবে ৫০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার গ্যালারির টিকিট মুল্য ২০০০ টাকা করে, যা সর্বোচ্চ ক্যাটাগরির।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজের তুলনায় টিকিটের মূল্য কমিয়ে আনা হয়েছে অর্ধেকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান সিরিজের সর্বনিম্ন টিকিট মূল্য ছিল ৩০০ টাকা, সর্বোচ্চ মূল্য ছিল ৩৫০০ টাকা।
ডাচদের বিপক্ষে আসন্ন এই সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইনে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সবার জন্য টিকিট উন্মুক্ত হবে বিসিবির ওয়েবসাইট।
আগামী ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ। বাংলাদেশ দল ইতোমধ্যে পৌঁছে গেছে সিলেট, চালিয়ে যাচ্ছে অনুশীলনও। এইচপির বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলারও কথা রয়েছে মঙ্গলবার সন্ধ্যায়।