কানসৈকতে ফিরলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ১৪ বছর পর ফরাসি উপকূলীয় এই শহরে দেখা গেলো তাকে। কান চলচ্চিত্র উৎসবে ৪৯ বছর বয়সী এই তারকার প্রত্যাবর্তনে আনন্দিত ভক্তরা। এখনও তাকে বিশ্বের অন্যতম সেরা সুন্দরীর তকমা দিতে কার্পণ্য নেই কারও!
শুক্রবার ৭৮তম কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্র ‘এডিংটন’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লালগালিচা অনুষ্ঠানে হাজির হন অ্যাঞ্জেলিনা জোলি। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে তখন তাকে ঘিরে চলছিল ক্যামেরার ঝলকানি।
ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেল্লো কুচিনেল্লির ডিজাইন করা শ্যাম্পেন রঙের কাঁধখোলা গাউনে দ্যুতি ছড়িয়েছেন জোলি। স্বর্ণকেশীয় এই তারকার কান ও গলায় ছিল সুইস ব্র্যান্ড শপার্ডের তৈরি হীরার গহনা। হাতের আংটিও হীরার।

শপার্ড ট্রফির ২৫তম আসরের পুরস্কার তুলে দিতে কানে এসেছেন অস্কারজয়ী অভিনেত্রী জোলি। শুক্রবার কার্লটন বিচে উদীয়মান ফরাসি অভিনেত্রী মারি কোলোঁ ও ব্রিটিশ অভিনেতা ফিন বেনেটের হাতে এই স্বীকৃতি তুলে দেন তিনি। কান চলচ্চিত্র উৎসবের সভাপতি ইরিস নোব্লোক, উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ, শপার্ডের সহ-সভাপতি ও শৈল্পিক পরিচালক ক্যারোলিন শুফেল যৌথভাবে এর আয়োজন করেন। ২০০১ সাল থেকে কান উৎসব চলাকালে বিভিন্ন দেশের উদীয়মান অভিনেতা-অভিনেত্রীদের শপার্ড ট্রফি দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পুরস্কারটি পাওয়ার পর অস্কার জিতেছেন ফরাসি অভিনেত্রী মারিয়ন কঁতিয়ার, কানে সেরা অভিনেত্রী হয়েছেন জার্মান তারকা ডায়েন ক্রুগার, ফরাসি অভিনেত্রী লেয়া সেদুঁ’র ছবি স্বর্ণপাম জিতেছে, ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ অস্কারে মনোনয়ন পেয়েছেন।

সর্বশেষ ২০১১ সালে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় এসেছিলেন জোলি। তখন তার সঙ্গী ছিলেন অভিনেতা ব্র্যাড পিট। আমেরিকান এই অভিনেতার ‘ট্রি অব লাইফ’ চলচ্চিত্রের প্রদর্শনী উপলক্ষে সাগরপাড়ে সময় কাটিয়েছিলেন জোলি। ২০০৮ সালে নিজের অভিনীত ‘কুংফু পান্ডা’র জন্য সন্তানসম্ভবা অবস্থায় কানের লালগালিচায় এসে চমকে দেন তিনি।