বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার রাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এক বিবৃতিতে ডিবি জানিয়েছে, গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের একটি দল গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে মাইটিভির চেয়ারম্যানকে তার নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রয়েছে। যে মামলাটির তদন্ত করছে সিআইডি।
গত ১ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানায় ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মামলায় নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকেও আসামি করা হয়।