সোয়া কোটি ২০ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

টাইমস রিপোর্ট
1 Min Read
হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. উজ্জল আলী (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক কোটি ২০ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম মো. উজ্জল আলী (৪৭)।

মঙ্গলবার ভোরে হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম হাতিরঝিলে বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মধুবাগ এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন কেনা-বেচার উদ্দেশে অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উজ্জল আলীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লক্ষ টাকা।

ডিবি আরও জানায়, উজ্জল আলী একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

উজ্জল আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় ডিবি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *