সেরা দশে মোস্তাফিজ, উন্নতি তানজিদ-জাকেরের

টাইমস স্পোর্টস
2 Min Read
চার বছর পর টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ের সেরা দশে উঠেছেন মোস্তাফিজ। ছবি: বিসিবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে বল হাতে আলো ছড়িয়ে বোলারদের র‍্যাংকিংয়ে চার বছর পর সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে সেরা দশে ছিলেন তিনি। বুধবার আইসিসির সাপ্তাহিক র‍্যাংকিং হালনাগাদের পর টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিকের। এছাড়া শেখ মাহেদী হাসান, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলামরাও এগিয়েছেন র‍্যাংকিংয়ে।

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ। সিরিজ নিশ্চিত করার দ্বিতীয় ম্যাচে ১৫ রানে নেন ১ উইকেট। দারুণ এই বোলিংয়ে ১৭ ধাপ এগিয়ে এখন যুগ্মভাবে নবম অবস্থানে এই বাঁহাতি পেসার। তার সমান ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে একই অবস্থানে আছেন ভারতীর আর্শদীপ সিং।

বোলারদের র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৬-তম অবস্থানে উঠেছেন অফস্পিনার শেখ মাহেদী। তার রেটিং পয়েন্ট ৬৩৩। ৯ ধাপ এগিয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিবও। ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে এই ডানহাতি পেসার এখন যুগ্মভাবে ৩৭-তম অবস্থানে। একই র‍্যাংকিংয়ে তার সঙ্গী ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।

পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিরে ১৭ রানে ৩ উইকেট নেয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে এখন ৪৩ নম্বর বোলার। এক ধাপ এগোনো তাসকিন আহমেদের অবস্থান ২৭। তবে খরুচে বোলিংয়ের পর তিন ধাপ নিচে নামা রিশাদ হোসেন এখন ২০-তম অবস্থানে। র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, দুইয়ে আদিল রশিদ, তিনে বরুণ চক্রবর্তী।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়ে সর্বোচ্চ ৩৭-তম অবস্থানে তানজিদ, তার রেটিং পয়েন্ট ৫৫৭। দুই ধাপ এগোনো হৃদয় আছেন ৩৯ নম্বরে।  পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলার পর উন্নতি হয়েছে জাকেরেরও। ১৮ ধাপ এগোনো এই ব্যাটার উঠেছেন ক্যারিয়ার সেরা ৫৩ তম অবস্থানে। ব্যাটারদের র‍্যাংকিংয়ে সবার ওপরে ট্রাভিস হেড, দুইয়ে অভিষেক শর্মা, তিনে তিলক ভার্মা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *