সুদানে ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়াল

1 Min Read
আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলের দারফুর প্রদেশে ভূমিধসে প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে। ছবি: এপি/ইউএনবি

সুদানের দারফুর অঞ্চলের একটি ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়িয়ে গেছে, যা দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সবচেয়ে প্রাণঘাতি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার রাতে মধ্য দারফুরের মারাহ পর্বতমালার তারাসিন গ্রামে এই দুর্ঘটনা ঘটে, যেখানে কয়েকদিন ধরে তীব্র বৃষ্টিপাত হচ্ছিল।

সুদান লিবারেশন মুভমেন্ট-আর্মি জানায়, গ্রামের সব বাসিন্দা মারা গেছে, কেবল একজন ছাড়া, ফলে প্রাণহানির সংখ্যা ১ হাজার ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

বিদ্রোহী গোষ্ঠীটি জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে উদ্ধার কাজের জন্য সহায়তার আবেদন জানিয়েছে।

মারাহ পর্বতমালা খার্তুম থেকে ৯০০ কিলোমিটার পশ্চিমে এবং এল-ফাশের থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এই দুর্ঘটনা সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে ঘটেছে, যার কারণে দারফুরের বেশিরভাগ অঞ্চলে আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে, সুদানের সার্বভৌম পরিষদ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে এবং দুর্গত এলাকায় সাহায্যের জন্য সব ধরনের সক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ১৪ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *