বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি নারী মারাত্মকভাবে আহত হয়েছেন।
সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন আন্তর্জাতিক পিলার ৪১ ও ৪২ নম্বরের ওপারে মিয়ানমারের অং জান ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নারী লাকি সিং (২৪) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বাঁশপাতা ও কোঁড়ল কুড়াতে গিয়ে ভুলবশত মিয়ানমারের ভেতরে ঢুকে পড়েন। এ সময় তার পা দিয়ে স্থলমাইনের ওপর পড়লে বিস্ফোরণ ঘটে এবং স্প্রিন্টারের আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মিয়ানমার সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এন্টি পার্সোন্যাল মাইন পুঁতে রাখা হয়, যা এখন সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে।
লাকি সিংকে আহত অবস্থায় মিয়ানমার অংশে বসবাসকারী কিছু মানুষ উদ্ধার করে সীমান্তের এপারে নিয়ে আসেন। বর্তমানে তিনি কক্সবাজারের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্তবর্তী এলাকাগুলোতে এর আগেও বেশ কয়েকবার মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।