সীতাকুণ্ডে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র কারখানার সন্ধান

টাইমস ন্যাশনাল
1 Min Read
সিন্দুকছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কারখানা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার। ছবি: টাইমস

চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুরের ছিন্নমূল এলাকায় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পান তারা।

এ সময় চার ‘সন্ত্রাসী’কেও আটক করে সেনাবাহিনী।  তারা হলেন, চট্টগ্রামের বাঁশখালীর চনুয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজারের মহেশখালীর ফকির ঝুমপাড়ার নুরুল ইসলামের ছেলে রুমন (২৫), সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের মোর্শেদের ছেলে আশিক (৩৫) এবং নোয়াখালীর দক্ষিণ হাতিয়ার জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।

সেনাবাহিনী জানায়, ওই অভিযানে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, একটি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ারসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক চারজন। ছবি: টাইমস

তারা আরও জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *