সাত দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব

টাইমস রিপোর্ট
2 Min Read
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব। ছবি: ইউএনবি

মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান এ আদেশ দেন। এদিন পুলিশ ফয়সাল বিপ্লবকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সকালে জনতার ভিড় এড়াতে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে ৮টায় ফয়সাল বিপ্লবকে আদালতে আনা হয়। ৯টা ৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। শুনানিতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা। রাষ্ট্রপক্ষে আদালত পরিদর্শক ছাড়াও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নূর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। প্রায় ২০ মিনিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

রিমান্ডের আদেশের পর ফয়সাল বিপ্লবকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর আদালত প্রাঙ্গণে অর্ধ সহস্রাধিক মানুষ ‘ছাত্র-জনতা’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা ৪ আগস্টের সহিংসতার জন্য ফয়সাল বিপ্লবকে দায়ী করে তার ফাঁসির দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, সাধারণত সকাল ১০টার আগে আদালতের কার্যক্রম শুরু হয় না, তাই তারা এত সকালে আসামিকে আদালতে তোলা হবে জানতেন না।

গত ২২ জুন রাজধানীর মনিপুরীপাড়া থেকে গ্রেপ্তার হন মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। ২৩ জুন তাকে ঢাকার আদালতে হাজির করা হয়। পরে ৩০ জুন মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জে সহিংসতায় তিনজন নিহত হন। ওই ঘটনায় করা তিনটি হত্যা মামলা এবং দুটি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *