সরাসরি বৈঠকে রাজি জেলেনস্কি-পুতিন, থাকবেন ট্রাম্পও

3 Min Read
ভ্লাদিমির পুতিন (বামে), ডোনাল্ড ট্রাম্প (মাঝে) ও ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। জেলেনস্কি বলেন, ‘মস্কোর সঙ্গে এখনো বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হয়নি। তবে কিয়েভ শান্তি আলোচনার জন্য প্রস্তুত।’

ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, কিয়েভ-মস্কো দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নেই। বরং প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে উচ্চপর্যায়ের ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে। ট্রাম্পও চান যত দ্রুত সম্ভব এই বৈঠক হোক।

এবিসি নিউজের খবরে বলা হয়, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎজ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকটি আগামী দুই সপ্তাহের মধ্যেই হতে পারে। হোয়াইট হাউসের বৈঠকে জেলেনস্কির পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধি হিসেবে তিনিও উপস্থিত ছিলেন। তবে বৈঠকটি কোথায় হবে, তা এখনো ঠিক হয়নি, বলে জানান মেৎজ।

জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমরা জানি না রুশ প্রেসিডেন্ট এমন আলোচনায় যোগ দেওয়ার সাহস রাখবেন কি না। তাই তাকে রাজি করাতে বেগ পেতে হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প সেই দায়িত্ব নিয়েছেন। আমরা ভালো কিছুর অপেক্ষা করছি।’

হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

এদিকে সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর, পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই ফোনালাপ শেষে তিনি জানান, ওয়াশিংটন ইতোমধ্যে তার লক্ষ্যপূরণে পথে। যুক্তরাষ্ট্র এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করতে যাচ্ছে, যেখানে পুতিন, জেলেনস্কি এবং তিনি এক টেবিলে আলোচনায় বসবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছি এবং প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজনের কাজ শুরু করেছি, যদিও এখনো জায়গা ঠিক হয়নি।’

‘এটি চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের পথে একটি ভালো এবং প্রাথমিক পদক্ষেপ’, যোগ করেন তিনি।

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে প্রেসিডেন্ট পুতিনের কার্যালয়ও।

এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ট্রাম্প ও পুতিন উভয়েই রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা চালিয়ে যাওয়ার প্রতি সমর্থন জানিয়েছেন।

এতে আরও বলা হয়, ‘রাশিয়া ও ইউক্রেনের পক্ষ থেকে যেসব প্রতিনিধি সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন, তাদের মধ্যে আরও শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের যুক্ত করা উচিত।’

তবে ওই বিবৃতিতে পুতিন ও জেলেনস্কির সরাসরি একান্ত বৈঠকের বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *