সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণে নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বর্তমানে সরকারি কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।
উচ্চ মূল্যস্ফীতির দীর্ঘমেয়াদি চাপের মধ্যে প্রকৃত আয় কমে যাওয়ায় নতুন পে কমিশন গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কর্মীদের জীবনযাত্রার মান ও ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।