নিরাপদ বাংলাদেশ গড়তে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি অঙ্গীকারবদ্ধ।’
তিনি বলেন, ‘বাংলাদেশ শুধু বাঙালির নয়, বরং বৈধভাবে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর। পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির প্রতিটি কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।’
শনিবার বিকালে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেনন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রবেশাধিকার সহজ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পাহাড়ি ও সমতল অঞ্চলের উন্নয়নে ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করা হবে।’
‘বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক-অর্থনৈতিক অধিকার এবং জীবনের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি এটিই আমাদের অঙ্গীকার,’ যোগ করেন তিনি।
জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করা হবে বলে জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, ‘জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি আমাদের আস্থা ও সম্মান রয়েছে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির বিভিন্ন নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে, টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন হয়। অনুষ্ঠানটির শুরুতে আদিবাসী তরুণীদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। সমাবেশ শেষে প্রধান অতিথি তারেক রহমানের পক্ষ থেকে ২৬টি সেলাই মেশিন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের মধ্যে বিতরণ করা হয়।
এ ছাড়া, সমাবেশে দেশের ১২টি সমতল অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং তাদের সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।