সখিপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি

শরীয়তপুরের সখিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো-ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫)। এ সময় জান্নাত নামে আরও এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিশু ইমন মাদবর কান্দি সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাদল সরকারের ও তাউহিদ শাহ-আলম বেপারীর ছেলে।

সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক জানান, আশ্রয়ণ প্রকল্পের বাড়ির উঠানে তিন শিশু খেলা করছিল। এ সময় তারা পাশের এক পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাউহিদে মরদেহ পুকুরে দেখতে পায়। পরে শিশু ইমন ও তার বোন জান্নাতকে উদ্ধার করে চাদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *