আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাত ১০টায় শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার সকালেও অব্যাহত রয়েছে।
পুলিশ ব্যারিকেড ঘেঁষে সেখানে শতাধিক এনসিপি নেতাকর্মীকে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। কখনও টানা, কখনও বিরতি দিয়ে স্লোগান চালিয়ে যাচ্ছেন তারা।
শুক্রবার রাত ২টার দিকে দলীয় নেতা নাহিদ ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা শুরু থেকেই সে দাবি জানিয়ে আসছি। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি, তাই রাজপথে নেমেছি।’
রাত ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি মিছিল যমুনার সামনে অবস্থান নেয়। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারাও।
পরে মাইকে ‘ব্যান কর, আওয়ামী লীগ ব্যান কর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি শ্লোগান দেওয়া হয়।
বিক্ষোভের কারণে ‘যমুনা’ ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ উপদেষ্টার বাসভবন ঘিরে রেখেছে।