শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি লাইনে ডাইভ করে চার বাঁচাতে গিয়ে উরুর মাংসপেশিতে চোট পেয়েছেন শান্ত। তৎক্ষণাৎ মাঠে প্রবেশ করেন দলের ফিজিও। সার্বিক পর্যবেক্ষণের পর ফিজিওর সাথে মাঠ ছাড়েন শান্ত। অস্বস্তি অনুভব করায় ম্যাচের বাকি অংশে তাকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি।
চলতি বছরের শুরুতেও উরুর মাংসপেশি বা কোয়াড্রিসেপসের চোটে পড়েন শান্ত। তবে বেশ কিছুদিনের বিশ্রাম ও চিকিৎসা শেষে সেরে ওঠেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তার চোটের ধরন বা সর্বশেষ অবস্থা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে বিশ্রামে আছেন তিনি, চোটাক্রান্ত জায়গায় দেয়া হচ্ছে বরফও। রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে।
রবিবার একটি এক্স-রেও হতে পারে শান্তর। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে জানানো হবে, পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শান্ত থাকছেন কিনা। টেস্ট সিরিজে জোড়া সেঞ্চুরি করলেও সাদা বলের এই সিরিজটা ভালো যাচ্ছে না শান্তর। প্রথম ম্যাচে করেছেন ২৩ ও দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছেন ১৪ রানের ইনিংস।
প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরেছে বাংলাদেশ। আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।