শীর্ষ নেতাদের শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়া

টাইমস রিপোর্ট
2 Min Read
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়।

খালেদা জিয়া দলীয় নেতাদের ঈদ মোবারক জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারাও খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত। আমাদের নেত্রীকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি, বিএনপি অনেক সফলতা অর্জন করেছে তার নেতৃত্বে। তিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন, সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমরা স্বাভাবিকভাবে নতুনভাবে অনুপ্রাণিত হই।’

‘গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন। তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে, গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ। তিনি বিশ্বাস করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থা রাষ্ট্রের উপকার করতে পারে না। আমরা সেই নেত্রীর সঙ্গে দেখা করেছি, সবাই সন্তুষ্টচিত্তে ফিরে যাচ্ছি।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। তিনি আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলকে তার জন্য ও দেশের জন্য দোয়া করতে বলেছেন।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *