জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ঘিরে জমতে থাকে নেতা-কর্মীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় স্লোগানমুখর পরিবেশ তৈরি হয়। রোববার দুপুরে টিএসসিমুখী মঞ্চে কেন্দ্রীয় নেতারা অবস্থান নেন। সমাবেশ শুরু হয় বেলা ২টার দিকে।
শাহবাগ, কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ থানা ও মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে অ্যাম্বুলেন্স চলাচলে ছাড় দেওয়া হচ্ছে।
বরিশালের ছাত্রদল নেতা রহমতউল্লাহ বলেন, ‘আমাদের দাবি- জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন ‘ তিনি দাবি করেন, আন্দোলনে তার মতো অনেকে আহত হয়েছেন, এখন তাদের নিরাপত্তা প্রয়োজন।
ছাত্রদলের নেতাকর্মীরা মাথায় পতাকা ও ব্যান্ড বেঁধে স্লোগান দেন—‘তারেক রহমান আসছে’, ‘রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘আমরা চাই ইতিবাচক ও গ্রহণযোগ্য ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা হোক।’
সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ উপলক্ষে সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মৌচাক থেকে শিশু সন্তানকে নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাতে এসেছেন ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ রাসেল। রাস্তা বন্ধ থাকায় শিশুকে কোলে নিয়ে হেঁটেই ঘুরপথে হাসপাতালে পৌঁছেছেন তিনি।
রাসেল বলেন, ‘বাচ্চাকে নিয়ে দোয়েল চত্বর ঘুরে হাসপাতালে এসেছি। এখন ফেরার পথে মৎস্য ভবন পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে, এরপর গাড়ি পেলে মালিবাগ যাব।’