ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস শানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত হলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম বিখ্যাত এই ব্র্যান্ডের দূতিয়ালি করবেন। ফলে তার ক্যারিয়ারের জন্য তো বটেই, বিশ্ব ফ্যাশন জগতে ভারতীয় প্রতিনিধিত্বের জন্য এটি গুরুত্বপূর্ণ।
ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে খবরটি আনন্দের সঙ্গে জানিয়ে অনন্যা লিখেছেন, ‘শানেলের সঙ্গে পথচলা শুরুর সুযোগ পেয়ে অশেষ কৃতজ্ঞতা ও উচ্ছ্বসিত। শানেলের পক্ষে ভারতের জন্য ও ভারতের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম। স্বপ্ন সত্যিই সত্যি হয়।’
শানেলের হ্যান্ডব্যাগ, বেল্ট ও আংটিসহ কিছু পণ্য নিয়ে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন অনন্যা। বিভিন্ন অনুষ্ঠানে ও লালগালিচায় তার ফ্যাশন ও স্টাইল নজর কাড়ে।
দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে শানেলের উপস্থিতি রয়েছে। এবারই প্রথম এই ব্র্যান্ড বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করার জন্য কোনো ভারতীয় মুখ বেছে নিলো। শানেলের দূত হওয়ার সুবাদে বলিউডে ২৬ বছর বয়সী এই তারকার প্রভাব বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে অনন্যা পাণ্ডে অভিনীত ‘কেসারি চ্যাপ্টার টু’ মুক্তি পাবে আগামী ১৮ এপ্রিল। করণ সিং ত্যাগীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার, মাধবন ও দক্ষিণী নায়িকা রেজিনা ক্যাসান্ড্রা। এটি হলো ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেসারি’র দেশপ্রেম বিষয়ক দ্বিতীয় পর্ব।

‘কেসারি চ্যাপ্টার টু’ প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন্স। একই প্রতিষ্ঠানের ‘চাঁদ মেরা দিল’ ছবিতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। এতে তার সহশিল্পী ‘কিল’ তারকা লক্ষ্য।
২০১৯ সালে করণ জোহরের প্রযোজনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার।