‘তাণ্ডব’ পাইরেসি: গ্রেপ্তার তিনজন রিমান্ডে

টাইমস রিপোর্ট
2 Min Read
‘তাণ্ডব’ চলচ্চিত্রের পোস্টার । ছবি: চরকি

দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।

আসামিরা হলেন-ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে বুধবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির (দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, তাণ্ডব সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া বনানী থানায় মামলা করেন। মামলায় বলা হয়, গত ৪ জুন ‘তাণ্ডব’ সিনেমার পাইরেটেড ভিডিও ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়। একাধিক অনলাইনে এইচডি কনটেন্টও আপলোড করা হয়।

মামলাটি তদন্তে নিয়ে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সিনেমা হল অপারেটর সাজেদুল ইসলাম পাইরেসি চক্রের আরও সদস্যদের নাম প্রকাশ করেছেন। তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে।

জিজ্ঞাসাবাদে সাজেদুল কয়েকজনের নাম বলেছেন যাদের মাধ্যমে এই পাইরেসি কপিটা পেয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই চলছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে দুজনের অবস্থান শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের লিংকগুলো যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, টেলিগ্রাম চ্যানেলটি থেকেই প্রথম ভিডিও ছড়ানো হয়। এটি কারা চালাচ্ছে, কোথা থেকে পরিচালিত হচ্ছে, তা শনাক্তে কাজ চলছে।

এই অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন নাসিরুল ইসলাম।

‘তাণ্ডব’  নির্মাণ করছেন আলোচিত নির্মাতা রায়হান রাফি। শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও রয়েছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *