জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ গোলাম নাফিজের পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বক্তব্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ নাফিজ হত্যাকাণ্ডে তৎকালীন তেজগাঁও বিভাগের ট্রাফিক এডিসি মোহাম্মদ তয়াছির জাহান বাবুর সংশ্লিষ্টতা নিয়ে সম্প্রতি অভিযোগ উঠেছে। তবে প্রাথমিক তদন্তে ওই ঘটনায় এডিসি তয়াছিরের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নাফিজ যেদিন গুলিবিদ্ধ হন, সে সময় ঘটনাস্থলে এডিসি তয়াছির উপস্থিত ছিলেন না। তিনি তখন নিরস্ত্র অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকির কাজে নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকায় চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন গোলাম নাফিজ। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় এক রিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রিকশায় করে নিয়ে যাওয়ার সময় তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।