লস অ্যাঞ্জেলেসে কারফিউ

2 Min Read
লস অ্যাঞ্জেলেসের কিছু অংশে মঙ্গলবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছে। ছবি: টিভি থেকে নেওয়া
Highlights
  • শুক্রবার শুরু হওয়া ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানে বহু অভিবাসী গ্রেপ্তার করা হয়। এর জেরে লস অ্যাঞ্জেলেসে শুরু হয় সহিংস প্রতিবাদ।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিক্ষোভের পরিপ্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসের কিছু অংশে মঙ্গলবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে সিএনএনের লাইভ খবরে বলা হয়, আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে বহু বিক্ষোভকারীকে।

লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের প্রায় এক বর্গমাইল এলাকাজুড়ে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এটি শহরের ৪০ লাখেরও বেশি বাসিন্দার মধ্যে কমপক্ষে এক লাখ মানুষের চলাচলে প্রভাব ফেলবে বলে প্রশাসনের দাবি।

মেয়র ক্যারেন ব্যাস জানিয়েছেন, কারফিউ কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার রাতেই পুলিশ ‘অবৈধ জমায়েত’ থেকে লোকজনকে সরে যেতে বলার পর গণগ্রেপ্তর শুরু করে। গত চার দিনে কমপক্ষে ৩৭৮ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিক্ষোভ দমন ও প্রতিরোধে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়ে দিয়েছেন, রাজ্যের বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হবে। শনিবার সান আন্তোনিওতে ‘নো কিংস’ নামে একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বিচারে ন্যাশনাল গার্ড সেনা সদস্যদের নামিয়ে গণগ্রেপ্তার চালাচ্ছেন এবং গণতন্ত্রের ওপর হুমকি সৃষ্টি করছেন। ফোনালাপ নিয়েও দুই নেতার বক্তব্যে ভিন্নতা রয়েছে।

শুক্রবার শুরু হওয়া ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানে বহু অভিবাসী গ্রেপ্তার করা হয়। এর জেরে লস অ্যাঞ্জেলেসে শুরু হয় সহিংস প্রতিবাদ।

মেয়র ব্যাস জানিয়েছেন, ভবিষ্যত অভিযানের বিষয়ে স্থানীয় প্রশাসনকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *