রোববার রক্তাভ চন্দ্রগ্রহণ 

টাইমস রিপোর্ট
1 Min Read

আগামী রোববার রাতে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ রক্তাভ হয়ে ঝলমল করবে, যা স্পষ্টভাবে দেখা যাবে বাংলাদেশসহ পুরো ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। এই গ্রহণ প্রত্যক্ষ করার মধ্য দিয়ে কোটি কোটি মানুষ সাক্ষী হতে পারবেন এক অদ্বিতীয় দৃশ্যের।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন সৃষ্টি হয় রক্তাভ চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লেও চাঁদ পুরোপুরি অন্ধকার হয় না, বরং লাল আভায় রঙিন হয়ে ওঠে।

এটি ঘটে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছেঁকে দিয়ে, যেখানে ছোট তরঙ্গদৈর্ঘ্যের নীল ও বেগুনি আলো ছড়িয়ে পড়ে, আর বড় তরঙ্গদৈর্ঘ্যের লাল ও কমলা আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছে। এই প্রক্রিয়াকে রে-লি ছিটকানো বলা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চন্দ্রগ্রহণের বিস্তারিত সময়সূচি জানিয়েছে।

রক্তাভ চন্দ্রগ্রহণের সময়সূচি:
বাংলাদেশ সময়ে গ্রহণ শুরু হবে রোববার রাত ৯টা ২৮ মিনিটে, পূর্ণ গ্রহণ (রক্তাভ গ্রহণ শীর্ষ) হবে রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু করে সোমবার রাত ১টা ৫২ মিনিটে।

আর চন্দ্রগ্রহণ শেষ হবে সোমবার রাত ২টা ৫৫ মিনিটে।

পূর্ণ গ্রহণের সময়ে চাঁদ সবচেয়ে বেশি লাল হয়ে উঠবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *