রুমা থানা আরাকান আর্মির নিয়ন্ত্রণে নেওয়ার দাবি মিথ্যা: প্রেস উইং

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস

কয়েকটি ওয়েবসাইট এবং কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়েছে যে, আরাকান আর্মি এবং কুকি-চিন বিদ্রোহীরা বান্দরবানের রুমা থানার নিয়ন্ত্রণ নিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এসবই ভুয়া খবর। এসব তথ্যের আদৌ কোনো সত্যতা নেই।

বুধবার কয়েকটি পোস্টের এমন লিংক দিয়ে প্রেস উইং জানায়, পার্বত্য চট্টগ্রামে বান্দরবানের উল্লেখযোগ্য অংশ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে বলে প্রচারণা চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তারা দাবি করেছে যে, স্থানীয় স্কুলগুলো পরিত্যক্ত ও বাজারগুলো খালি হয়ে পড়েছে, স্থানীয়দের মধ্যে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। — বাস্তবে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা। আরাকান আর্মি ও কুকি-চিন বিদ্রোহীরা বান্দরবানের কোনও অংশের নিয়ন্ত্রণ নেয়নি।

প্রেস উইং জানায়, বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার এসব প্রতিবেদনকে আনুষ্ঠানিকভাবে ‘ভুয়া’ বলে অভিহিত করেছেন।

তদন্তে দেখা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মী ও ভারতীয় বংশোদ্ভূত কিছু ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এসব ভুল তথ্য ছড়ানো ছড়ানো হচ্ছে, যা থেকে গুজবের সূত্রপাত।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ‘আমরা সবাইকে সতর্কতা অবলম্বন, সাবধানে তথ্য যাচাই এবং যাচাই না করা তথ্য না ছড়াতে অনুরোধ করছি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *