রুনা লায়লার গানে কণ্ঠ দিলেন এলিটা

টাইমস রিপোর্ট
1 Min Read
রুনা লায়লা ও এলিটা করিম

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া গান ‘আমায় গেঁথে দাওনা মাগো’। দেশাত্মবোধক গানটিতে নতুন করে কণ্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী এলিটা করিম।  শওকত আলী রানার নির্দেশনায় গানটির ভিডিওতে এলিটা করিমের সঙ্গে রয়েছেন সংগীত পরিচালক ফয়সাল। ১৪ আগস্ট আলিফ আলাউদ্দিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি।

প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীকে শ্রদ্ধা জানিয়ে তার সুর করা পাঁচটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ ও তার স্বামী কাজী ফয়সাল আহমেদ। তার মধ্যে একটি গান ‘আমায় গেঁথে দাও না মাগো’।

ফেসবুকে গানটি শেয়ার করে এলিটা করিম জানিয়েছেন, জনপ্রিয় এই দেশের গানটি নতুন করে গাওয়াটা শিল্পী হিসেবে তার জন্য সম্মানের। গানটি নিয়ে শ্রোতাদের বেশ সাড়াও পাচ্ছেন বলে জানিয়েছেন এ কণ্ঠশিল্পী।

আলাউদ্দিন আলীর গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করা নিয়ে আলিফ আলাউদ্দিন বলেন, ‘আমরা চাই, বাবার গানগুলো নতুন প্রজন্মের কানে পৌঁছাক। আজ যারা গানে-সুরে বেড়ে উঠছে, তারা হয়তো জানেই না, যেসব গান তারা মাঝেমধ্যে শোনে, সেগুলোর সুরকার আলাউদ্দিন আলী। চেষ্টা করেছি অ্যাকুস্টিক আবহ রেখে গানের সুর ও কথা যেন শ্রোতারা ঠিকমতো উপলব্ধি করতে পারেন। নতুন প্রজেক্টের সবগুলো গানই শ্রোতারা বেশ গ্রহণ করেছেন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *